প্রকাশিত: Mon, Jul 1, 2024 9:43 AM
আপডেট: Sun, Jan 25, 2026 7:46 PM

[১]মতিউর ও তার পরিবারের সম্পদের তথ্য চেয়ে দুদকের চিঠি

এম এম লিংকন: [২] কোরবানির ঈদে  ছেলের ছাগলকাণ্ডে আলোচনায় এসে পদ হারিয়ে লাপাত্তা হয়ে যাওয়া এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী-সন্তানদের নামে কোন এলাকায় জমির পরিমাণ কত, তা জানতে দেশের সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন।  

[৩] রোববার দুদক সূত্রে বিষয়টি জানা যায়।

[৪] এরআগে ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ওরফে পিন্টু,তার দুই স্ত্রী এবং পাঁচ সন্তানের ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। 

[৫] এছাড়া তাদের মুঠোফোনে আর্থিক সেবার (এমএফএস) হিসাব ও শেয়ারবাজারের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। 

[৬] দুদক সূত্রে জানা যায় , মতিউর রহমানের বিরুদ্ধে পাওয়া অভিযোগে নামে-বেনামে বিপুল সম্পদের তথ্য রয়েছে। ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তিনি। বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, প্লট, জমি, ব্যবসা, শেয়ার ব্যবসা, ব্যাংকে নগদ অর্থ, মেয়াদি আমানতসহ সব কিছুই আছে তার নামে। 

[৭] ঢাকা, গাজীপুর, সাভার, নরসিংদী, বরিশালসহ বিভিন্ন জায়গায় মতিউরের নামে বাড়ি, জমি, ফ্ল্যাট, প্লটসহ অন্য স্থাবর সম্পদও রয়েছে বলে জানা যায়। তার প্রথম স্ত্রী লায়লা কানিজ বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান। 

[৮] এ দম্পতির মেয়ে ফারজানা রহমান ঈপ্সিতা ও ছেলে তৌফিকুর রহমান অর্ণবের নামে বিভিন্ন ব্যাংকে কোটি কোটি টাকা জমা রয়েছে। এসব সম্পদ শিগগিরই জব্দ করা হবে বলে জানা গেছে ।সম্পাদনা: সমর চক্রবর্তী